Title
২০.০৪.২০২২খ্রিঃ তারিখে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় স্কোয়াড/সার্ভিল্যান্স অভিযানএবং মোবাইল কোর্ট পরিচালিত হয়।
Details
**অদ্য ২০.০৪.২০২২ খ্রিঃ তারিখে (১০:৩০-২:০০) সময়* পর্যন্ত বিএসটিআই জেলা অফিস কক্সবাজার এর উদ্যোগে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে -
১। মেসার্স ঢাকা কিং বেকারী,
চৌমুহনী, পেকুয়া, কক্সবাজার।
২। মেসার্স ভাই ভাই বেকারী,
গ্রামীন ব্যাংকের পাশে, পেকুয়া, কক্সবাজার।
৩। মেসার্স আল্লার দান বেকারী,
টৈইটং বাজার, বটতলা, পেকুয়া, কক্সবাজার।
প্রতিষ্ঠান ৩ টির উৎপাদিত বিস্কুট, পাউরুটি, কেক পণ্যের গুনগত সনদ ও পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৪। মেসার্স মা জুয়েলার্স,
৫। মেসার্স শাহমুবনী জুয়েলার্স
৬। মেসার্স কাকন জুয়েলার্স
টৈইটং বাজার, পেকুয়া, কক্সবাজার।
হালনাগাদ ভেরিফিকেশন সনদ নেওয়া এবং ভরির পরিবর্তে গ্রাম একক ব্যবহার করার পরামর্শ প্রদান করা হয়।
৭। মেসার্স এস বি এম ব্রিকস ম্যানুফেকচারিং,
বারবাকিয়া, পেকুয়া, কক্সবাজার।
৮। আহমদ নবী ব্রিকস ম্যানুফেকচারিং,
টইটং বাজারের পশ্চিম পাশে নাপিতখালী, পেকুয়া, কক্সবাজার।
৯। মেসার্স এম.পি.এম ব্রিকস,
হাজী বাজার, পেকুয়া, কক্সবাজার।
প্রতিষ্ঠান ৩ টির ক্লে-ব্রিকস(ইট) পণ্যের গুনগত সনদ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। আগামী ১ সপ্তাহের মধ্যে বিএসটিআই, কক্সবাজার অফিসে এসে গুনগত সনদ নেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন।
উক্ত অভিযানে অংশগ্রহণ করেন জনাব রাজীব দাস গুপ্ত, ফিল্ড আফিসার ও জনাব মোঃ শাহ আলম পলাশ খাঁন, পরিদর্শক, বিএসটিআই, কক্সবাজার।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।