অদ্য ১৯.০১.২০২২খ্রিস্টাব্দ তারিখে এয়ারপোর্ট রোড, সদর, কক্সবাজার এলাকায় একটি সার্ভিল্য়ান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১.মেসার্স স্বর্ণ বিতান জুয়েলার্স ও মেসার্স স্বর্ণলতা জুয়েলার্স এর ওজন যন্ত্র পরিমাপে সঠিক পাওয়া যায় এবং হালনাগাদ ভেরিফিকেশন সনদ ও পাওয়া যায় কিন্তুু ভরির ব্যবহার করায় ভরির পরিবর্তে গ্রামে স্বর্ণ ক্রয় বিক্রয়ের জন্য পরামর্শ প্রদান করা হয় ২.মেসার্স মায়ের দোয়া বেকারি, পশ্চিম বাহারছড়া সদর, কক্সবাজার এর বিএসটি আই এর গুণগত মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় আবেদন করে সনদ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয় ৩. মেসার্স নাঈম বেকারি, পশ্চিম বাহারছড়া, সদর, কক্সবাজার এর সিএম সনদ হালনাগাদ ও মোড়কজাত সনদের আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হয় ৪. মেসার্স বিসমিল্লাহ ব্রাদার ও মেসার্স এন আর বি ট্রেডার্স, বিমানবন্দর রোড, সদর, কক্সবাজার এর হালনাগাদ সনদ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন জনাব রাজীব দাস গুপ্ত, ফিল্ড অফিসার,( সিএম) ও জনাব মোঃ শাহ আলম পলাশ খাঁন, পরিদর্শক (মেট)। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS