গত ১৬.০৪.২০২৫ খ্রি: তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, কক্সবাজার এবং ক্যাব এর যৌথ উদ্যোগে সদর উপজেলার বাহারছড়া বাজারে পরিচালিত সার্ভিল্যান্স অভিযানে-
১. জাহিদুল ইসলাম এর পোল্ট্রি ফার্ম, বাহারছড়া বাজার, কক্সবাজার
২. সেলিম এর মাছের দোকান, বাহারছড়া বাজার, কক্সবাজার
৩. নূর হোসেন এর মাংসের দোকান, বাহারছড়া বাজার, কক্সবাজার
৪. মন্তাজ এর মাংসের দোকান, বাহারছড়া বাজার, কক্সবাজার
৫. মো: আলীর মাছের দোকান, বাহারছড়া বাজার, কক্সবাজার
৬. জাকির হোসেন এর সবজির দোকান, বাহারছড়া বাজার, কক্সবাজার
৭. এস এইচ আরমান পোল্ট্রি ফার্ম, বাহারছড়া বাজার, কক্সবাজার
৮. ছৈয়দ হোসেন এর সবজির দোকান, বাহারছড়া বাজার, কক্সবাজার
নামীয় প্রতিষ্ঠান সমূহের ওজন যন্ত্র যাচাই বাছাই এবং ভেরিফিকেশন সনদ গ্রহণ করার পরামর্শ প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয় এবং ক্যাব, কক্সবাজার-এর সভাপতি জনাব ফজলুল কাদের চৌধুরী এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহিন অভিযানে অংশগ্রহণ করেন।
অপর একটি অভিযানে কক্সবাজার জেলার রামু উপজেলায় পরিচালিত সার্ভিল্যান্স অভিযানে-
১. মেসার্স এন আলম ফিলিং স্টেশন, রামু, কক্সবাজার এর একটি ডিসপেন্সিং ইউনিট এবং মেসার্স নাহার ফিলিং স্টেশন, রামু,কক্সবাজার এর একটি ডিসপেন্সিং ইউনিট জ্বালানি তেল পরিমাপে কম প্রদান করায় ডিটেইন (বন্ধ) করে দেওয়া হয়।
২. মেসার্স মুসা সওদাগর ফিলিং স্টেশন, রামু, কক্সবাজার এর ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, কক্সবাজারের অফিস প্রধান এবং উপপরিচালক (রসায়ন) জনাব পরিতোষ চন্দ্র তালুকদার এর নেতৃত্বে জনাব শিমু বিশ্বাস, সহকারী পরিচালক (সিএম), জনাব মোহাম্মদ আনিছুর রহমান, সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং জনাব রঞ্জিত কুমার মল্লিক, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS