Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বিএসটিআই জেলা অফিস কক্সবাজার মোবাইল কোর্ট (পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণ)
Details
অদ্য ১১.০৪.২০২২ খ্রিঃ তারিখে কক্সবাজার  জেলার পাহাড়তলী এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে  ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী 

১। মেসার্স এস কে জুয়েলারি, 
দক্ষিণ পাহাড়তলী,সদর, কক্সবাজার।
স্বর্ণ গ্রামের পরিবর্তে ভরিতে ক্রয়-বিক্রয় করার অপরাধে ৩০,০০০.০০/- টাকা জরিমানা করা হয়।

২। মেসার্স ওয়াই এম এ ফুড এন্ড বেভারেজ ( আপন ড্রিংকিং ওয়াটার) 
দক্ষিণ পাহাড়তলী ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।
উৎপাদিত প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার এর গুণগত সনদ না থাকায় কারখানা সেটআপ মোটামুটি সন্তোষজনক থাকায় আগামী এক সপ্তাহের মধ্যে বিএসটিআইতে আবেদন করার জন্য প্রতিষ্ঠানটিকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করেন।

উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অনুপম মজুমদার, জেলা প্রশাসন, কক্সবাজার এবং বিএসটিআইয়ের কর্মকর্তা জনাব রাজিব দাস গুপ্ত ও মোঃ শাহ আলম পলাশ খাঁন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Attachments
Publish Date
11/04/2022
Archieve Date
31/01/2023