Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতে ১৩৪০০০.০০৳ জরিমানা এবং ১ জন ব্যাক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ।
Details

কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতে  ১৩৪০০০.০০৳ জরিমানা এবং ১ জন ব্যাক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড  । 


 ( ওজন পরিমাপ ও গুণগত মান ) 


অদ্য ২১-০৯-২০২২ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই জেলা অফিস কক্সবাজার এবং উপজেলা প্রশাসন পেকুয়া, এর যৌথ উদ্যোগে পেকুয়া উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। 



উক্ত অভিযানে -


১. মধুবন, চৌমুহনী, পেকুয়া, কক্সবাজার,প্রোঃ মো:ফরহাদ এর পাউরুটি পণ্যের গুণগত সনদ ছাড়ায় মান চিহ্ন ব্যবহার করে  বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮

,১৫ এর(১) ধারা অনুযায়ী ৫০০০০.০০৳ জরিমানা/১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় । 


২. মেসার্স ঢাকা কিং বেকারী, চৌমুহনী, পেকুয়া, কক্সবাজার  এর ( বিস্কুট, পাউরুটি, কেক ) পণ্যের  বিএসটিআই এর কোনো ধরনের সনদ (  গুণগত সনদ ও মোড়কজাতকরণ সনদ ) না থাকায় বিএসটিআই আইন ২০১৮,অনুযায়ী ৫০০০০.০০৳ জরিমানা করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআই কক্সবাজার অফিসে উপস্থিত হয়ে সনদ গ্রহণের নির্দেশ প্রদান করেন। 


৩. বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, চৌমুহনী বাজার, পেকুয়া,কক্সবাজার  এর ৫ লিটার মেজার্স এ ১০০ মি. লি. কম পাওয়ায় ওজন পরিমাপ মান দন্ড আইন ২০১৮,অনুযায়ী ৩০০০০.০০৳ জরিমানা করা হয় । 


৪.  মেসার্স শাহ আমানত জুয়েলার্স, চৌমুহনী বাজার, পেকুয়া,কক্সবাজার  এর হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায় এবং ভরি এককে ক্রয় বিক্রয় করায় ওজন পরিমাপ মান দন্ড আইন ২০১৮,অনুযায়ী ২০০০.০০৳ জরিমানা করা হয় । 


৫. সৌদিয়া জুয়েলার্স, পেকুয়া বাজার, কক্সবাজার এর হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায় এবং ভরি এককে ক্রয় বিক্রয় করায় ওজন পরিমাপ মান দন্ড আইন ২০১৮,অনুযায়ী ২০০০.০০৳ জরিমানা করা হয় । 


৬. মেসার্স পেকুয়া ফিলিং স্টেশন, মগনামা সড়ক,পেকুয়া,কক্সবাজার  এর ডিজেল এবং অকটেন ডিসপেনসিং ইউনিট পরিমাপে গ্রহনযোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়া যায় এবং আগামী ৭ দিনের মধ্যে আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর সনদ গ্রহণের জন্য   নির্দেশ প্রদান করেন । 



উক্ত অভিযান পরিচালনা করেন

  জনাব পূর্বিতা চাকমা,    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, পেকুয়া, কক্সবাজার 

এবং 

বিএসটিআই এর কর্মকর্তা সর্বজনাব 

 রাজীব দাশ গুপ্ত ও 

মোঃ শাহ আলম পলাশ খাঁন,বিএসটিআই জেলা অফিস কক্সবাজার । 


★ কক্সবাজার এর জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে । ★

Images
Attachments
Publish Date
24/09/2022
Archieve Date
31/07/2023