Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ওয়ান স্টপ সার্ভিস সেন্টার

ওয়ান স্টপ সার্ভিস সেন্টার

 

নির্ধারিত সময়সীমা অনুযায়ী সকল সেবা এক জায়গা থেকে প্রদানের লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারী ২০০৮ তারিখ থেকে বিএসটিআইতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ সেন্টার হতে প্রদত্ত সেবা সমূহ:

 

ক)  বিভিন্ন লাইসেন্স গ্রহণের জন্য আবেদন ফরম সরবরাহ, আবদেন গ্রহণ, আবেদন ফি গ্রহণ।

খ)  আবেদনকৃত পণ্যের নমুনা গ্রহণ ও সংশ্লিষ্ট ল্যাবে প্রদান।

গ)  প্রাপ্ত আবেদন পত্রসমূহ সংশ্লিষ্ট পরিচালকের নিকট প্র্রেরণ।

ঘ)  লাইসেন্স ফি/ লাইসেন্স নবায়ন ফি গ্রহণ এবং লাইসন্সে প্রদান।

ঙ)  লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান।

চ) জনসাধারণকে সিটিজেন  চার্টার মোতাবেক নির্ধারিত সময়ে  পন্য পরীক্ষণ প্রতিবেদন প্রদান  নিশ্চিত করা;

ছ)  অকৃতকার্য পণ্যের ক্ষেত্রে ৪৮ ঘন্টার মধ্যে অকৃতকার্যতার  কারণসহ  পরীক্ষণ ফলাফল গ্রাহককে  অবহিত/সরবরাহ নিশ্চিতকরণ;

জ)  এসএমই শিল্প এবং মহিলা উদ্যোক্তাদের দ্রুত সেবা প্রদান;

ঝ) পণ্যের গুণগত মানের  লাইসেন্স দ্রুত প্রদান;

ট)  মান বিক্রয়।

ঠ) স্বেচ্ছায় লাইসেন্স গ্রহনেচ্ছু উদ্যোক্তাদের জন্য (V.P.C.S ) বিশেষ কাউন্টার স্থাপন এবং সেবা প্রদান নিশ্চিতকরণ।

 

রাজীব দাশ গুপ্ত

ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস)


মোবাইল : ০১৮১৯-৬১৯৫৭২

ফোন (অফিস) : 0251060137

ইমেইল : rdgupta007@yahoo.com