গত ১৮.০৯.২০২৩ খ্রিস্টাব্দ তারিখে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে একটি মোবাইল কোর্টে সর্বমোট ১০,০০০ টাকা জরিমানা আদায়।
ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় চকরিয়া বাজার এলাকায় সিজল, বনফুল, মিষ্টিবন এবং ফুলকলির দুইটি শো-রুমের প্রত্যেকটিকে ২,০০০ টাকা করে সর্বমোট ১০,০০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টটি চকরিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রাহাত উজ্জামানের নেতৃত্বে পরিচালিত হয়। বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব রঞ্জিত কুমার মল্লিক, পরিদর্শক (মেট্রোলজি) এবং মো: আবদুর রহিম, ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে বিএসটিআই কক্সবাজারের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস