অদ্য ১৬.০২.২০২২ খ্রিস্টাব্দ তারিখে কক্সবাজারে উখিয়া উপজেলা এলাকায় একটি সার্ভিল্য়ান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১.মেসার্স জনিপ্রিয় ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, কোর্ট বাজার, কক্সবাজার। ২. মেসার্স মামুন এন্ড তামান্না ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, মরিচ্যা বাজার, উখিয়া উপজেলা কক্সবাজার এর বিএসটি আই এর গুণগত মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় আবেদন করে সনদ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয় এবং ৮ টি ইট ভাটায় বিএসটি আই এর গুণগত মান সনদ করে নেওয়ার জন্য পারামর্শ প্রদান করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন জনাব রাজীব দাস গুপ্ত, ফিল্ড অফিসার,( সিএম) ও জনাব মোঃ শাহ আলম পলাশ খাঁন, পরিদর্শক (মেট)। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস