১১.০১.২০২২ খ্রি: তারিখে বিএসটিআই, জেলা অফিস, কক্সবাজার ও জেলা প্রশাসন, কক্সবাজার এর যৌথ অভিযানে, কক্সবাজার সদরে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত আদালতে "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮" এর ২৪/৪১ ধারায় মেসার্স আল-কালাম ট্রেডার্স, বড় বাজার, কক্সবাজার কে আচার পণ্যের গুণগত মান সনদ ও মোড়কজাত সনদ না থাকায় ৫,০০০.০০/- জরিমানা করা হয় এবং "বিএসটিআই, আইন ২০১৮" এর ৩১ ধারায় মেসার্স সিজল, বড় বাজার, কক্সবাজারকে ১০,০০০.০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম, ডিসি অফিস, কক্সবাজার এবং বিএসটিআই, অফিসার, জনাব, রাজীব দাশ গুপ্ত ও মো: শাহ আলম পলাশ খাঁন উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস