গত ০৫.০২.২০২৫ খ্রিঃ তারিখে বিএসটিআই, জেলা কার্যালয়, কক্সবাজারের উদ্যোগে সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। অভিযান কালে
১. হোটেল বেস্ট ওয়েস্টার্ন লিমিটেড, কলাতলী, কক্সবাজার
২. হোটেল সায়মন লিমিটেড, কলাতলী, কক্সবাজার
৩. হোটেল রামাদা ইন্টারন্যাশনাল, কলাতলী, কক্সবাজার নামীয় প্রতিষ্ঠান সমূহকে ডেকোরেটেড কেক, ফার্মেন্টেড মিল্ক, সুইটমিটস পণ্যসমূহের সিএম এবং মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ এবং বিস্কুট ও কেক পণ্যের ভেরিয়্যান্ট সংযোজন এর পরামর্শ প্রদান করা হয়।
বিএসটিআই জেলা কার্যালয়, কক্সবাজারের অফিস প্রধান এবং উপপরিচালক (রসায়ন) জনাব পরিতোষ চন্দ্র তালুকদার এর নেতৃত্বে পরিচালিত সার্ভিল্যান্স অভিযানে জনাব শিমু বিশ্বাস, সহকারী পরিচালক (সিএম), জনাব মোহাম্মদ আনিছুর রহমান, সহকারী পরিচালক (মেট) এবং জনাব রঞ্জিত কুমার মল্লিক, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস