শিরোনাম
বিএসটিআই জেলা অফিস কক্সবাজার মোবাইল কোর্ট কার্যক্রমের স্থান চকরিয়া কক্সবাজার।
বিস্তারিত
অদ্য ১২.০৪.২০২২ খ্রিঃ তারিখে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে
১। মেসার্স স্টার বেকারি,
সাকবাড়িয়া পাড়া, চকরিয়া, কক্সবাজার এর বিস্কুট, পাউরুটি, কেক পণ্যের অনুকূলে সিএম সনদ এবং মোড়কজাত সনদ গ্রহন না করে এবং নোংরা পরিবেশে, ক্ষতিকারক কেমিক্যাল ও রং ব্যবহার করে পণ্য উৎপাদন করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা দায়ের পূর্বক ২৫,০০০.০০/- টাকা জরিমানা করা হয়।
২। মেসার্স বিসমিল্লাহ এসোসিয়েশন ( সূ-জল ন্যাচারাল ড্রিংকিং ওয়াটার), সাবরেজিস্টার অফিসের পার্শ্বে, চকরিয়া, কক্সবাজার প্রতিষ্ঠানটির কোন রকম সনদ (গুনগত সনদ ও মোড়কজাত সনদ) না থাকায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা দায়ের পূর্বক ১০,০০০.০০/- টাকা জরিমানা করা হয়
৩। মেসার্স মোনাফ ফিলিং স্টেশন
চকরিয়া, কক্সবাজার প্রতিষ্ঠানটির দুইটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট পরিমাপ করে গ্রহন যোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়া যায়।
৪। মেসার্স পৌরসভা ফিলিং স্টেশন
বাসস্ট্যান্ড, চকরিয়া পৌরসভা, কক্সবাজার প্রতিষ্ঠানটির একটি পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট পরিমাপ করে সঠিক পাওয়া যায়।
এছাড়াও চকরিয়া সদরে ইফতার পণ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান গুলোকে স্বাস্থ্যসম্মত উপায়ে উৎপাদন ও বিক্রয়ের পরামর্শ দেওয়া হয় এবং ফল-মূল সহ বিভিন্ন দোকানের ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায় ভেরিফিকেশন সনদ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব জেপি দেওয়ান, চকরিয়া উপজেলা, কক্সবাজার এর নেতৃত্বে বিএসটিআই কক্সবাজার এর কর্মকর্তা জনাব রাজীব দাস গুপ্ত ও জনাব মোঃ শাহ আলম পলাশ খাঁন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।