গত ০৯/০৩/২০২৫ তারিখে বিএসটিআই, কক্সবাজার ও উপজেলা প্রশাসন, চকরিয়া, কক্সবাজার সমন্বয়ে চকরিয়া উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন '২০১৮' ও 'ভোক্তা অধিকার আইন ২০০৯' লংঘনের দায়ে:
১. আলম ব্রাদার্স, মাইজঘোনা, চকরিয়া, কক্সবাজারকে বিএসটিআই হতে মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
২. মডেল বেকারী, চকরিয়া, কক্সবাজারকে বিএসটিআই হতে মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ব্রেড পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ৫০০০/- টাকা জরিমানা করা হয়।
ফারুক মাছ দোকান ও রাশেদ মাছ দোকান, মাছ বাজার , মাছের দামে প্রতারণা করায় উভয় দোকানীকে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯' লংঘনের দায়ে ২০০০/- টাকা করে ৪০০০/- টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি জনাব মোঃ এরফান উদ্দিন ,বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চকরিয়া, কক্সবাজার এর নেতৃত্বে পরিচালিত হয়। এতে প্রসিকিউট করেন জনাব রঞ্জিত কুমার মল্লিক, ইন্সপেক্টর (মেট্রোলজি), বিএসটিআই, কক্সবাজার ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস