Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিএসটিআই, কক্সবাজার মোবাইল কোর্ট তারিখ: ০৫/০৩/২০২৫ জরিমানা : ৭০,০০০/-
বিস্তারিত

গত ০৫/০৩/২০২৫ তারিখে বিএসটিআই, কক্সবাজার ও উপজেলা প্রশাসন, মহেশখালী সমন্বয় মহেশখালী উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে- বিএসটিআই হতে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট পণ্য উৎপাদন ও বাজারজাত করায়- 'ওজন ও পরিমাপ  মানদণ্ড আইন '২০১৮' লংঘনের দায়ে:

১. চৌরঙ্গী কুলিং কর্নার (বেকারি), মহেশখালী, কক্সবাজারকে  ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। 

২. ভাই ভাই অয়েল সাপ্লাই, গোরকঘাটা, মহেশখালী, কক্সবাজারকে জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন২০১৮'  লংঘনের দায়ে ২০,০০০/-টাকা জরিমানা করা হয়। এবং 

৩.  মায়ের দোয়া এন্টারপ্রাইজ,  গোরকঘাটা, মহেশখালী, কক্সবাজারকে জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন২০১৮'  লংঘনের দায়ে ২০,০০০/-টাকা জরিমানা করা হয়। 

মোবাইল কোর্টটি জনাব দীপক ত্রিপুরা, এসিল্যান্ড ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহেশখালী , কক্সবাজার এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউট করেন জনাব রঞ্জিত কুমার মল্লিক, ইন্সপেক্টর  (মেট্রোলজি), বিএসটিআই, কক্সবাজার

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
06/03/2025
আর্কাইভ তারিখ
31/03/2026