বান্দরবান পার্বত্য জেলায় ভ্রাম্যমাণ আদালতে ৭০০০.০০৳ জরিমানা করা হয় ।
( ওজন পরিমাপ ও গুণগত মান )
অদ্য ১৯-০৯-২০২২ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই জেলা অফিস কক্সবাজার এবং বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে বান্দরবান সদর এ দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
১. মেসার্স পুরবী ফ্লাওয়ার মিলস্ , সুয়ালক বাজার,সদর, বান্দরবান এর ( আটা,ময়দা, ভূষি ) পণ্যের গুণগত সনদ এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং মোড়কজাতকরণ সনদ না থাকায় ওজন পরিমাপ মান দন্ড আইন, ২০১৮ অনুযায়ী ২০০০.০৳ জরিমানা করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআই জেলা অফিস কক্সবাজার এ উপস্থিত হয়ে সনদ গ্রহণের জন্য উক্ত ভ্রাম্যমাণ আদালত নির্দেশ প্রদান করেন ।
২. স্বপ্ন ড্রিংকিং ওয়াটার, নিউ গুলশান,সদর,বান্দরবান এর বিএসটিআই এর ( গুণগত সনদ ও মোরকজাত সনদ ) না থাকায় এবং উক্ত কারখানার পরিবেশ মান সম্মত না হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৫০০০.০০৳ জরিমানা করা হয় ও বিএসটিআই এর কোনো ধরনের সনদ ছাড়ায় পানি উৎপাদন ও বিক্রয় বিতরণ বন্ধের জন্য উক্ত ভ্রাম্যমাণ আদালত নির্দেশ প্রদান করেন ।
৩. মেসার্স পাহাড়ীকা ফিলিং স্টেশন, বাস স্টেশন, সদর, বান্দরবান পার্বত্য জেলা এর অকটেন ও ডিজেল ডিসপেনসিং ইউনিট পরিমাপে গ্রহণ যোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়া যায় এবং আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর চার্ট বই না থাকায় আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআই জেলা অফিস কক্সবাজার এ উপস্থিত হয়ে আবেদনের মাধ্যমে চার্ট সংগ্রহ করার জন্য উক্ত ভ্রাম্যমাণ আদালত নির্দেশ প্রদান করেন ।
৪. এম এ মজিদ এন্ড কোং ফিলিং স্টেশন, বাস স্টেশন, সদর, বান্দরবান পার্বত্য জেলা এর অকটেন ও ডিজেল ডিসপেনসিং ইউনিট পরিমাপে গ্রহণ যোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়া যায় এবং আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর চার্ট বই না থাকায় আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআই জেলা অফিস কক্সবাজার এ উপস্থিত হয়ে আবেদনের মাধ্যমে চার্ট সংগ্রহ করার জন্য উক্ত
ভ্রাম্যমাণ আদালত নির্দেশ প্রদান করেন ।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন
জনাব এ.এস.এম.শাহনেওয়াজ মেহেদী ও
জনাব
প্রবীর বিশ্বাস
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা এবং
বিএসটিআই এর কর্মকর্তা সর্বজনাব রাজীব দাশ গুপ্ত ও
মোঃ শাহ আলম পলাশ খাঁন,বিএসটিআই জেলা অফিস কক্সবাজার ।
★ বান্দরবান পার্বত্য জেলার জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে । ★
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস