অদ্য ১৫.০১.২০২৪ খ্রিস্টাব্দ তারিখে বান্দরবানের লামা উপজেলায় একটি স্কোয়াড অভিযান পরিচালিত হয়।
১. ফাইতং এলাকায় অবস্থিত ইউএমবি ব্রিকস, এবিসি ব্রিকস, বিবিসি ব্রিকস, এনএমবি ব্রিকস, এমবিসি ব্রিকস, কেবিসি ব্রিকস, আরবিসি ব্রিকস, মদিনা ব্রিকস, আর আর এম ব্রিকস প্রতিষ্ঠানসমুহের ক্লে ব্রিকস পন্যের অনুকুলে সিএম সনদ না থাকায় দ্রুত তা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়৷
২. একই এলাকায় অবস্থিত মহামায়া জুয়েলার্স প্রতিষ্ঠানের ওজনযন্ত্রের যাচাই করে সঠিক পাওয়া যায় এবং ভেরিফিকেশন সনদ না থাকায় দ্রুত তা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৩. একই এলাকার এস এস ওশান ওয়েল প্রতিষ্ঠানের লিটার মেজার্সে ৫ লিটারে ৩০০ এমএল কম পাওয়া যায়। উক্ত লিটার মেজার্স জব্দ করা হয় এবং সঠিক পরিমাপের লিটার মেজার্স সংগ্রহপূর্বক বিএসটিআই হতে ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
স্কোয়াড অভিযানটি বিএসটিআই কক্সবাজারের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান জনাব মিঞা মো: আশরাফুল আলমের নেতৃত্বে জনাব রঞ্জিত কুমার মল্লিক, ইন্সপেক্টর (মেট) এবং জনাব মো: আবদুর রহিম, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে গঠিত টিম কর্তৃক পরিচালিত হয়।
জনস্বার্থে বিএসটিআই কক্সবাজারের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস