গত ২৭/১১/২০২৪ খ্রি. তারিখে বিএসটিআই, কক্সবাজার ও জেলা প্রশাসন, বান্দরবান সমন্বয়ে বান্দরবান সদর উপজেলায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন '২০১৮' এর আওতায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে-
১. নীলাচল বেকারী, বান্দরবান সদর, বান্দরবান নামীয় প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন, বিক্রয়- বিতরণ করায় ৪০০০/- টাকা জরিমানা করা হয়।
২. মা মনি বেকারী, বান্দরবান সদর, বান্দরবান নামীয় প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন, বিক্রয়- বিতরণ করায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
৩. স্বপ্ন ড্রিংকিং ওয়াটার, বান্দরবান সদর, বান্দরবান নামীয় প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত 'ড্রিংকিং ওয়াটার, পণ্য উৎপাদন, বিক্রয়- বিতরণ করায় ৬০০০/- টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞ আদালত কর্তৃক আইন লংঘনের দায়ে ৩ টি প্রতিষ্ঠানে সর্বমোট (৪০০০ + ১০,০০০ + ৬০০০) = ২০,০০০/- (বিশ হাজার) টাকা মাত্র জরিমানা আদায় করা হয় ।
মোবাইল জনাব মোঃ নবাব আলী, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, বান্দরবান এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউট করেন জনাব রঞ্জিত কুমার মল্লিক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, কক্সবাজার ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস