Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গত ২১/১১/২০২৪ খ্রি. তারিখে বিএসটিআই, কক্সবাজার ও উপজেলা প্রশাসন, মহেশখালী সমন্বয়ে মহেশখালী উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বিস্তারিত

গত ২১/১১/২০২৪ খ্রি. তারিখে বিএসটিআই, কক্সবাজার ও উপজেলা প্রশাসন, মহেশখালী সমন্বয়ে মহেশখালী উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে-

১. মুন্নি অয়েল, ডাকবাংলো রোড, মহেশখালী, কক্সবাজার বিএসটিআই হতে ভেরিফিকেশন  সনদ গ্রহণ ব্যতীত লিটার মেজার্স ব্যবহার ও  পরিমাপে কম প্রদান করায়  ৫০০০০/- টাকা জরিমানা করা হয়। 

২. ই এম এস অয়েল, নতুন বাজার, মহেশখালী, কক্সবাজার বিএসটিআই হতে ভেরিফিকেশন  সনদ গ্রহণ ব্যতীত লিটার মেজার্স ব্যবহার ও পরিমাপে কম প্রদান করায়  ৩০০০০/- টাকা জরিমানা করা হয়।

৩. সোবাহান এন্টারপ্রাইজ নতুন বাজার, মহেশখালী, কক্সবাজার বিএসটিআই হতে ভেরিফিকেশন  সনদ গ্রহণ ব্যতীত লিটার মেজার্স ব্যবহার ও পরিমাপে কম প্রদান করায়  ৩০০০০/- টাকা জরিমানা করা হয়।

৪. মহেশখালী ট্রেডার্স (রড সিমেন্ট দোকান),  ডাকবাংলো রোড, মহেশখালী, কক্সবাজার পরমাপে কম প্রদান করায় ৩০০০০/- টাকা জরিমানা করা হয়।

৫. নিউ জম জম বেকারী, নতুন বাজার, মহেশখালী, কক্সবাজার বিএসটিআই হতে মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট  ও কেক পণ্য উৎপাদন, বিক্রয়- বিতরণ করায় 

৫০০০০/- টাকা জরিমানা করা হয়। 

৫ টি প্রতিষ্ঠানে সর্বমোট (৩০০০০ + ৩০০০০ + ৩০০০০ + ৫০০০০ + ৫০০০০) = ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র)।

মোবাইল কোর্টটি দীপক ত্রিপুরা,  এসিল্যান্ড ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট,  মহেশখালী, কক্সবাজার এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউট করেন জনাব রঞ্জিত কুমার মল্লিক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, কক্সবাজার ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
28/11/2024
আর্কাইভ তারিখ
27/11/2025