Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতে ২১০০০০.০০৳ জরিমানা করা হয় ।
বিস্তারিত
অদ্য ২৭-০৬-২০২২ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই জেলা অফিস কক্সবাজার এবং উপজেলা প্রশাসন উখিয়া, কক্সবাজার এর যৌথ উদ্যোগে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বিভিন্ন বাজারে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। 


উক্ত অভিযানে -

 ১. আর রহমান বেকারী, রাজাপালং, উখিয়া, কক্সবাজার এর বিএসটিআইয়ের কোনো ধরনের সনদ (  সিএম সনদ ও মোরকজাত সনদ )  না থাকায় এবং নোংরা পরিবেশে বিস্কুট পাউরুটি, কেক উৎপাদন, বিক্রয়- বিতরণ করায়, বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৫০০০০.০০৳ জরিমানা করা হয় । বিজ্ঞ আদালত আগামী পনেরো দিনের মধ্যে বিএসটিআই সনদ গ্রহণের  নির্দেশ প্রদান করেন । 

স্বর্নের দোকানসমূহ--

২. নকশী গোল্ড ফ্যাশন, কুতুপালং, উখিয়া,
কক্সবাজার, 
৩. মালতী জুয়েলার্স, কুতুপালং, উখিয়া, কক্সবাজার, 
৪. রঞ্জন ধর
জুয়েলার্স,কুতুপালং, উখিয়া, কক্সবাজার, 
৫. তপন ধর জুয়েলার্স,কুতুপালং,  উখিয়া,কক্সবাজার, 
৬. সুজন কুমার ধর, উখিয়া, কক্সবাজার, 
৭. পংকুশ ধর, উখিয়া, কক্সবাজার, 
৮. প্রাইম গোল্ড জুয়েলার্স, উখিয়া, কক্সবাজার, 
৯. জিয়াউল হক,( জুয়েলারি দোকান ) হলুদিয়া পালং, উখিয়া, কক্সবাজার ,
১০. মহামায়া জুয়েলার্স, কুতুপালং পান বাজার রোড, উখিয়া, কক্সবাজার 
উক্ত ২ থেকে ১০ নং পর্যন্ত ৯ টি  স্বর্নের দোকানগুলোতে ওজন যন্ত্র যাচাই করে পরিমাপে সঠিজ না পাওয়ায় 'ওজন ও পরিমাপ মান দন্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারায় ১১০০০০.০০৳ জরিমানা করা হয় । 

রড সিমেন্ট এর দোকানসমূহ--

১১. মদিনা এন্টারপ্রাইজ , উখিয়া, কক্সবাজার, 
১২. ফরিদ এন্টারপ্রাইজ,দক্ষিণ স্টেশন,  উখিয়া,কক্সবাজার, 
১৩. আব্বাস ট্রেডার্স, দক্ষিণ স্টেশন, উখিয়া, কক্সবাজার, 
উক্ত-
১১ নং থেকে ১৩ নং পর্যন্ত প্রতিষ্ঠান তিনটির ওজন যন্ত্রের হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায় এবং পরিমাপে কম প্রদান করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করায় ওজন ও পরিমাপ মান দন্ড  আইন-২০১৮ অনুযায়ী (  ২০০০০+২০০০০+১০০০০ ) 
৫০০০০.০০৳ জরিমানা করা হয় । 
১৪. মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন, কুতুপালং, উখিয়া, কক্সবাজার  এর অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিট পরিমাপে গ্রহণ যোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়ায় কোর্ট সন্তোষ প্রকাশ করে  মোবাইল কোর্টের সমাপ্তি ঘোষণা করেন। 

উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন 
মোঃ তাজ উদ্দিন, সহকারী কমিশনার ( ভূমি )  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উখিয়া, কক্সবাজার   এবং বিএসটিআই এর কর্মকর্তা জনাব রাজীব দাশ গুপ্ত ও জনাব মোঃ শাহ আলম পলাশ খাঁন ৷ 

★ *কক্সবাজার এর জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে । ★*

ডাউনলোড
প্রকাশের তারিখ
30/06/2022
আর্কাইভ তারিখ
30/09/2022