** বিএসটিআই কক্সবাজার ***
২৩ অক্টোবর ২০২৪ খ্রি.
ভ্রাম্যমাণ আদালত
(পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
১.মেসার্স আল্লাহর দান বেকারী, জায়গীরপাড়া, ঈদগাঁও, কক্সবাজার প্রতিষ্ঠানটি বিএসটিআইর সনদ (পিসিআর) গ্রহণ ব্যাতিরেকে 'বিস্কুট, ব্রেড ও কেক' পণ্য উৎপাদন ও বিক্রয় বিতরণ করায় ৬,০০০ /- টাকা ও
২. মেসার্স করিম এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন, ঈদগাঁও, কক্সবাজার প্রতিষ্ঠানটি ১০ লিটার পরিমাপে ২৫০ মি.লি. জ্বালানী তেল কম প্রদান করায় ২০,০০০/- টাকা; ২টি প্রতিষ্ঠানে সর্বমোট (৬০০০/- + ২০০০০/-) = ২৬০০০/- (ছাব্বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতটি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুবল চাকমা নেতৃত্বে পরিচালিত হয় এবং বিএসটিআই জেলা কার্যালয় এর কর্মকর্তা জনাব রঞ্জিত কুমার মল্লিক, ইন্সপেক্টর (মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস